রাজনৈতিক উন্নয়ন কি । রাজনৈতিক উন্নয়ন কাকে বলে

রাজনৈতিক উন্নয়ন কি । রাজনৈতিক উন্নয়ন কাকে বলে
রাজনৈতিক উন্নয়ন কি । রাজনৈতিক উন্নয়ন কাকে বলে

রাজনৈতিক উন্নয়ন কি । রাজনৈতিক উন্নয়ন কাকে বলে

উত্তরঃ ভূমিকা : বিশ্ব রাজনীতিতে একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। রাজনৈতিক উন্নয়ন হচ্ছে একটা সামগ্রিক ধারণা। 

রাজনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। অধ্যাপক পাই (Pye) রাজনৈতিক উন্নয়নকে গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্বশর্ত হিসেবে তুলে ধরেছেন।

রাজনৈতিক উন্নয়ন (Political development) : সাধারণত রাজনৈতিক উন্নয়ন বলতে রাজনৈতিক কাঠামোর পরিবর্তনকে বুঝায়। 

রাজনৈতিক উন্নয়ন হলো রাজনৈতিক ব্যবস্থার কাঠামোসমূহে স্বতন্ত্রীকরণ, সমতা স্থাপন ও দক্ষতার এমন এক ক্রিয়াপ্রতিক্রিয়া যার মাধ্যমে একটি জাতি গঠন নিশ্চিত হয়। 

এছাড়া বলা যায় যে, রাজনৈতিক উন্নয়ন হলো রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠানসূহের স্বতন্ত্রীকরণ। রাজনৈতিক উন্নয়নের লক্ষ্য হচ্ছে আধুনিক সমাজ গড়ে তোলা।

প্রামাণ্য সংজ্ঞা : রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রভিস্তাবিদের সংজ্ঞা তুলে ধরা হলো:

অ্যালমন্ড (Almond) বলেছেন, "Political development is the response of a political system to change and challenges in its domestic and international environment."

রাষ্ট্রবিজ্ঞানী লিপসেট (Lipset) তাঁর 'Some Social Requisites of Democracy' গ্রন্থে বলেন, “যেসব দেশে শিল্পায়নের মাত্রা অধিক, শহরাঞ্চলে বসবাসকারীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, অর্থনৈতিক সচ্ছলতা অধিক এবং শিক্ষার হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেসব দেশে গণতন্ত্রের সাফল্যের সম্ভাবনা রয়েছে প্রচুর।”

লুসিয়ান ডব্লিউ পাই (Lucian W. Pye) এর মতে, "Political development is cultural difusion and patterns of life to new demands." অর্থাৎ সাম্য, দক্ষতা, স্বতন্ত্রীকরণ এ তিনটি উপাদানের যথাযথ বিকাশের উপরই একটি রাজনৈতিক ব্যবস্থার উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল।

অ্যালমণ্ড ও পাওয়েল (Almond and Powell ) বলেন, "Political development is the increased differentiation and specialization of political structure and the increased secularization of political culture."

রস্টো ও পাই (Rostow and Pye) এর মতে, "Political development seeks national unity and broading of the base of political participation."

"Social Science Research Council' এর মতে, “একটি রাজনৈতিক ব্যবস্থায় কাঠামোগত স্বতন্ত্রীকরণ, সাম্য স্থাপন এবং সংহতিমূলক, সাড়া প্রদানমূলক ও সামগ্রস্য বিধানমূলক দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়ার নিরবচ্ছিন্ন ক্রিয়াপ্রতিক্রিয়াকে রাজনৈতিক উন্নয়ন বলে।"

উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, একটি রাজনৈতিক ব্যবস্থার যেসব কাঠামো বা প্রতিষ্ঠান রয়েছে যেমন— আইন বিভাগ, শাসন বিভাগ, রাজনৈতিক দল, চাপসৃষ্টিকারী গোষ্ঠী এ প্রতিষ্ঠানগুলোর নিরবচ্ছিন্ন সক্রিয়তার সামর্থ্যকেই রাজনৈতিক উন্নয়ন বলে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজনৈতিক উন্নয়ন ব্যতীত একটি দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে রাজনৈতিক উন্নয়ন প্রয়োজন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ