বিচ্ছিন্নতা কাকে বলে । বিচ্ছিন্নতা বলতে কি বুঝ

বিচ্ছিন্নতা কাকে বলে । বিচ্ছিন্নতা বলতে কি বুঝ
বিচ্ছিন্নতা কাকে বলে । বিচ্ছিন্নতা বলতে কি বুঝ

বিচ্ছিন্নতা কাকে বলে । বিচ্ছিন্নতা বলতে কি বুঝ

  • অথবা, মার্কসের বিচ্ছিন্নতার ধারণা ব্যাখ্যা কর।

উত্তর ভূমিকা : কার্ল মার্কস তাঁর শেষজীবনে কতকগুলো দার্শনিক ব্যাখ্যা বিশ্লেষণের অবতারণা ঘটিয়েছেন। দার্শনিক চিন্তাভাবনা এ সময়ে খুব কম হলেও তিনি এখানে পুঁজিবাদের সমালোচনা করেছেন। দার্শনিক চিন্তার ফলশ্রুতি হিসেবে পুঁজিবাদী সমাজের বিচ্ছিন্নতা নিয়ে তিনি আলোচনা করেন ।

বিচ্ছিন্নতা : বিচ্ছিন্নতাকে মার্কস পুঁজিবাদী সমাজ কাঠামো থেকে উদ্ভূত একটি ফলশ্রুতি হিসেবে আলোচনা করেছেন। 

যদিও বিচ্ছিন্নতাকে তিনি তার পরবর্তী লেখায় আর তেমন ব্যবহার করেন নি। বিচ্ছিন্নতা সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন মন্তব্য করেছেন।

অধ্যাপক Barbalet বলেছেন, "In capital Marx Seldom use the term although he employes the concept alienation."

আবার অনেক সমাজবিজ্ঞানী মার্কস এর বিচ্ছিন্নতাক একটি সামাজিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি হিসেবে আলোচনা করেছেন। 

এ বিচ্ছিন্নতা প্রত্যয়টিতে দেখা যায়, ব্যক্তি তার সামাজিক অস্তিত্বের কতিপয় দিক থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে ।

মার্কস এর Microscopic level আলোচনাতে যে সমস্ত বিষয় স্থান পায় যেমন- ক্ষমতা, চাহিদা, প্রভৃতি । এসব প্রাথমিক ধারণা থেকেও বিচ্ছিন্নতার উদ্ভব ঘটে ।

উপসংহার : পরিশেষে বলা যায় বিচ্ছিন্নতার ধারণা এত বেশি মৌলিক ও স্পষ্ট যে পাশ্চাত্যের প্রায় সকল দার্শনিক এ ব্যাপারে আলোচনা করছেন। বিচ্ছিন্নতা মানব ইতিহাসের সব পর্যায়ে বিদ্যমান ছিল। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ