শ্রেণির সংজ্ঞা দাও । শ্রেণি বলতে কী বোঝায়

শ্রেণির সংজ্ঞা দাও । শ্রেণি বলতে কী বোঝায়
শ্রেণির সংজ্ঞা দাও । শ্রেণি বলতে কী বোঝায়

শ্রেণির সংজ্ঞা দাও । শ্রেণি বলতে কী বোঝায়

উত্তর : ভূমিকা : মার্কসীয় দর্শনে শ্রেণির ভূমিকা বা গুরুত্ব সর্বাধিক। শ্রেণি মার্কসবাদের একটি মৌলিক ধারণা। মার্কসবাদের প্রতীক হলো শ্রেণি। শ্রেণির আলোচনা থেকেই মার্কসবাদের উৎপত্তি ঘটেছে।

শ্রেণি : সমাজে বিদ্যমান মানুষে মানুষে বিভাজনকে আমরা শ্রেণি হিসেবে আখ্যা দিতে পারি। এটা হতে পারে সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণির সংজ্ঞা প্রদান করেছেন। 

নিম্নে তাদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :

মার্কস ও এঙ্গেলস এর মতে, “শ্রেণি হলো উৎপাদনযন্ত্র ও বণ্টনব্যবস্থার মালিকানার ভিত্তিতে বিদ্যমান দুটি বিশেষ গোষ্ঠী । এর একটি উৎপাদনের মালিক অন্যটি মালিকানা বঞ্চিত।”

লেনিন বলেন, “শ্রেণি বলতে এক বৃহৎ জনগোষ্ঠীকে বুঝায় । বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য বিদ্যমান। আর পার্থক্য মূলত ঐতিহাসিক বিভিন্ন কারণে সৃষ্টি হয়।”

বেনডিকস ও লিপসেট বলেন, "It is the position which the individual occupies in the social organizational of production that indicates to which social class he belongs."

অধ্যাপক এ. কে. খান এর মতে, “সমাজে বিদ্যমান অর্থনৈতিক বিভাজনকে আমরা শ্রেণি হিসেবে আখ্যা দিতে পারি।” 

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি শ্রেণি বলতে মূলত সমাজে বিদ্যমান মানুষের মধ্যকার বিভাজনকে বুঝানো হয়ে থাকে যেখানে এক শ্রেণি উৎপাদন করে অন্যটি উৎপাদনের মালিক হয় । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ