প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ কি কি। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহের নাম লিখ

প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ কি কি। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহের নাম লিখ
প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ কি কি। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহের নাম লিখ

প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ কি কি। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহের নাম লিখ

  • অথবা, প্রাকৃতিক পরিবেশের চক্রগুলো সম্পর্কে ধারণা দাও । 

উত্তর : ভূমিকা : প্রাকৃতিক পরিবেশ হলো এমন একটি মহাজাগতিক অবস্থা যা মানুষ সৃষ্টি করতে পারে না। এটি প্রাকৃতিকভাবে নিজে নিজেই সৃষ্টি হয়। 

প্রাকৃতিক পরিবেশের এ চক্রের মধ্যে রয়েছে অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এবং ফসফরাস চক্র।

→ প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ : প্রতিটি জীবদেহ কিছু না কিছু রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। জীবদেহে এসব উপাদান অবিরতভাবে পরিবেশ হতে সংগ্রহ করে সর্বদাই নিজ প্রয়োজনে যথোপযুক্তভাবে ব্যবহার করে থাকে। 

বাস্তুতন্ত্রের মাধ্যমে এ সব পরিপোষক উপাদানগুলোর অণু ও পরমাণুগুলো চক্রাকারে সর্বদা ঘুরছে। এ উপাদানগুলো ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে চক্রাকারে পরিভ্রমণ করে। এ চক্রাকারে আবর্তনই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের চক্র।

উপসংহার : পরিশেষে বলা যায়, পরিবেশের বিভিন্ন চক্রের মধ্যে লক্ষণীয় চক্রগুলো হলো অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র ও ফসফরাস চক্র। এসব চক্রসমূহ পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটির বিপর্যয় অন্যটিকে বাধাগ্রস্ত করে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ