টেকসই উন্নয়নের বিশেষত্ব তুলে ধর । টেকসই উন্নয়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর

টেকসই উন্নয়নের বিশেষত্ব তুলে ধর । টেকসই উন্নয়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর
টেকসই উন্নয়নের বিশেষত্ব তুলে ধর । টেকসই উন্নয়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর

টেকসই উন্নয়নের বিশেষত্ব তুলে ধর । টেকসই উন্নয়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর

উত্তর : ভূমিকা : বর্তমানে টেকসই উন্নয়ন একটি বহুল আলোচিত পরিবেশ উন্নয়ন বিষয়ক ডিসকোর্স। আশির দশকে এটি মানুষের পরিবেশের উপর সীমাহীন আধিপত্যের ফলে সৃষ্ট অসামঞ্জস্যতা মোকাবিলায় পরিচিতি লাভ করে। 

টেকসই উন্নয়ন পরিবেশকে মূলধন হিসেবে গুরুত্ব দিয়ে বর্তমান চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা পালন করে ।

— টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য : টেকসই উন্নয়ন বলতে বুঝায় কোনো অবস্থা যে রকম আছে সেভাবে রাখা, পূর্বোক্তকে অক্ষত রেখে পরিবর্তন করা। 

অর্থাৎ পরিবেশের পরিমিত ব্যবহারের মাধ্যমে এর স্বাভাবিকতা ধরে রেখে পুনঃপুন ব্যবস্থা বজায় রাখার কৌশলই হচ্ছে টেকসই উন্নয়ন বা Sustainable Development. 

নিম্নে টেকসই উন্নয়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো :-

১. মানুষের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়া : টেকসই উন্নয়ন, এমন এক ধরনের উন্নয়ন ডিসকোর্স যা মানুষের লাগামহীন চাহিদাকে গুরুত্ব না দিয়ে প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়।

২. বর্তমান চাহিদাকে পূর্ণরূপ দেয়া : টেকসই উন্নয়ন | মানুষের লাগামহীন লালসা ও চাহিদার পরিবর্তে বর্তমান সময়ের প্রয়োজনীয় চাহিদাকে মিটিয়ে পূর্ণরূপ দিবে।

৩. ভবিষ্যৎ চাহিদার দিকে লক্ষ্য রাখা : টেকসই উন্নয়ন ভবিষ্যৎ চাহিদাকে ব্যাহত বা ধ্বংস না করে তা পূরণের জন্য গুরুত্ব দেয় ।

৪. ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি গুরুত্ব দেয়া : টেকসই উন্নয়ন পরিবেশকে মূলধন হিসেবে গ্রহণ করে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি গুরুত্ব দেয়। কারণ পরিবেশ হচ্ছে অর্থনীতির চাকা। পরিবেশ সচল থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।

৫. পরিবেশ ও মানুষের প্রতি গুরুত্ব দেয়া : পৃথিবীতে মানবজাতির পদচিহ্ন পরার পর থেকে নানা আঙ্গিকে নিজের প্রয়োজন মিটাতে পরিবেশের উপর নির্ভরশীল। তাই টেকসই উন্নয়ন পরিবেশ ও মানুষ উভয়ের প্রতি গুরুত্ব দেয়।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নির্বিচারে প্রাকৃতিক সম্পদ আহরণ ও ভোগের জোয়ারে মেতে ওঠার ফলে পরিবেশের যে পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয়েছে তা মানবজাতির জন্য হুমকিস্বরূপ। 

পরিবেশ ও মানুষের মধ্যে আন্তঃসম্পর্কের সীমাহীন অসামঞ্জস্যতা ও অসংলগ্নতা দূরীকরণে টেকসই উন্নয়ন কাজ করে। মানবজাতির প্রয়োজনে ও প্রবৃদ্ধির জন্য টেকসই উন্নয়ন এই অগ্রগণ্য ভূমিকা পালন করছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ