An Ant And a Dove Completing Story For Class 6, 7, 8, 9, 10 ssc, hsc

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো An Ant And a Dove Completing Story For Class 6, 7, 8, 9, 10 ssc, hsc জেনে নিবো। তোমরা যদি an ant and a dove completing story for hsc টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের an ant and a dove completing story for class 7  টি।

An Ant And a Dove Completing Story
An Ant And a Dove Completing Story 

Complete the following story following the cue.

Once a stream ran through a green field. There lived an ant beside the stream. One day the ant to the stream to drink water. While drinking water, suddenly the ant fell into the running water................

An Ant And a Dove Completing Story

Once a stream ran through a green field. There lived an ant beside the stream. One day the ant to the stream to drink water. While drinking water, suddenly the ant fell into the running water.

"Help! Help!" shouted the ant. But no one heard him. A dove was sitting on a tree near the stream. He saw the miserable condition of the ant and felt pity. Very quickly he broke off a wide piece of grass. He flew over the stream and dropped the grass right before the ant. 

The little ant climbed onto the grass. Soon the grass struck in some reeds and the ant climbed onto the bank. What a lucky escape! After a few days the ant was looking for food beside the stream. He stood still hearing the cooing of a dove. 

He saw that it was the same dove that saved his life. He was very happy to see the dove and wanted to show his gratefulness by waving but of no use.

আরো পড়ুনঃ An unwanted incident Completing Story

অর্থঃ একবার সবুজ মাঠের মধ্য দিয়ে একটা স্রোত বয়ে গেল। স্রোতের পাশে একটি পিঁপড়া বাস করত। একদিন পিঁপড়া নদীতে জল খেতে গেল। পানি পান করতে করতে হঠাৎ পিপড়াটি প্রবাহিত পানিতে পড়ে গেল।

"সাহায্য সাহায্য!" চিৎকার করে উঠল পিপীলিকা। কিন্তু কেউ তার কথা শোনেনি। একটি ঘুঘু স্রোতের কাছে একটি গাছে বসে ছিল। তিনি পিঁপড়ার করুণ অবস্থা দেখে করুণা অনুভব করলেন। খুব দ্রুত সে ঘাসের একটা চওড়া টুকরো ভেঙে ফেলল। সে স্রোতের উপর দিয়ে উড়ে গেল এবং পিঁপড়ার ঠিক আগে ঘাস ফেলে দিল।

ছোট্ট পিঁপড়াটি ঘাসে উঠে গেল। শীঘ্রই ঘাস কিছু নলগুলিতে আঘাত করল এবং পিঁপড়াটি পাড়ে উঠে গেল। কি সৌভাগ্যের পলায়ন! কিছু দিন পর পিঁপড়াটি স্রোতের পাশে খাবার খুঁজছিল। ঘুঘুর ডাক শুনে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল।

তিনি দেখতে পেলেন যে এটি একই ঘুঘু যে তার জীবন রক্ষা করেছিল। ঘুঘুটিকে দেখে তিনি খুব খুশি হলেন এবং হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলেন কিন্তু কোন লাভ হল না।

Read the beginning of the following story and complete it in your own way. Give a title to it.

Once, an ant was very thirsty. He went to a pond to drink water. When he began to drink water, a wave swept him away. He was about to drown. There was a tree on the bank of the pond and a dove was sitting on a branch of it............

An Ant And a Dove Completing Story 

Once, an ant was very thirsty. He went to a pond to drink water. When he began to drink water, a wave swept him away. He was about to drown. There was a tree on the bank of the pond and a dove was sitting on a branch of it. She noticed that the ant was about to drown. Feeling pity for the ant, the dove wanted to save him. So, she dropped a leaf in front of the ant. The ant got on the leaf and the dove took the leaf on the bank of the pond. Thus the dove saved the ant's life. Being grateful, the ant thanked her a lot. Another day, when the ant was seeking food under that tree, he noticed that a hunter was aiming at the dove. The dove did not notice it. The ant thought, "I must save the life of the dove as she saved mine the other day". So, he bit on the right leg of the hunter. At this the hunter's hands trembled and the bullet missed its aim. Then, the dove flew away and was saved.

অর্থঃ একবার একটি পিঁপড়া খুব তৃষ্ণার্ত ছিল। তিনি একটি পুকুরে পানি পান করতে গেলেন। তিনি যখন পানি পান করতে লাগলেন, তখন একটি ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। সে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। পুকুরের পাড়ে একটি গাছ ছিল এবং তার একটি ডালে একটি ঘুঘু বসে ছিল। তিনি লক্ষ্য করলেন যে পিঁপড়াটি ডুবে যেতে চলেছে। পিঁপড়ার জন্য করুণা বোধ করে, ঘুঘু তাকে বাঁচাতে চাইল। তাই, সে পিঁপড়ার সামনে একটা পাতা ফেলে দিল। পিঁপড়া পাতায় উঠল আর ঘুঘু পাতাটা নিয়ে গেল পুকুর পাড়ে। এভাবে ঘুঘু পিঁপড়ার জীবন রক্ষা করলো। কৃতজ্ঞ হয়ে পিঁপড়া তাকে অনেক ধন্যবাদ দিল। আরেকদিন, যখন পিঁপড়াটি সেই গাছের নীচে খাবার খুঁজছিল, সে লক্ষ্য করল যে এক শিকারী ঘুঘুটিকে লক্ষ্য করছে। ঘুঘু সেটা খেয়াল করেনি। পিঁপড়া ভাবল, "আমাকে অবশ্যই ঘুঘুর জীবন বাঁচাতে হবে যেভাবে সে আমাকে বাঁচিয়েছিল অন্যদিন"। তাই, সে শিকারীর ডান পায়ে কামড় দিল। এতে শিকারীর হাত কাঁপতে থাকে এবং বুলেট লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর, ঘুঘুটি উড়ে গেল এবং রক্ষা পেল।

আর্টিকেলের শেষকথাঃ an ant and a dove completing story moral

আমরা এতক্ষন জেনে নিলাম An Ant And a Dove Completing Story For Class 6, 7, 8, 9, 10 ssc, hsc  টি। যদি তোমাদের আজকের এই An Ant And a Dove Completing Story For Class 6, 7, 8, 9, 10 ssc, hsc  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। an ant and a dove completing story, completing story an ant and a dove, an ant and a dove completing story for class 7, an ant and a dove completing story for hsc, an ant and a dove story for class 6, story an ant and a dove, an ant and a dove completing story for class 6, an ant and a dove completing story moral, an ant and a dove story for hsc, an ant and a dove completing story for class 9, an ant and a dove completing story with bangla meaning, an ant and a dove story for class 7, an ant and a dove completing story for class 10, story writing an ant and a dove, an ant and a dove story writing, an ant and a dove story moral, the story of an ant and a dove, an ant and a dove completing story for ssc, moral of the story an ant and a dove, an ant and a dove completing story with moral, story of an ant and a dove, an ant and a dove completing story bangla

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ