গাটম্যান স্কেল বলতে কী বুঝ

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো গাটম্যান স্কেল বলতে কী বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের গাটম্যান স্কেল বলতে কী বুঝ ।

গাটম্যান স্কেল বলতে কী বুঝ
গাটম্যান স্কেল বলতে কী বুঝ

গাটম্যান স্কেল বলতে কী বুঝ

উত্তর ভূমিকা : মনোভাব হলো এক ধরনের মানসিক প্রবণতা। কোন পরিস্থিতির ক্ষেত্রে কীভাবে প্রতিক্রিয়া করা হবে। তার পূর্ব চিহ্নিত প্রতিক্রিয়াকে মনোভাব বলে। 

পরিবেশের বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে সামাজিকীকরণের সাথে সাথে মানুষের মধ্যে নানাপ্রকার মনোভাব গড়ে ওঠে। মনোভাবের জৈবিক ভিত্তি নেই। 

মনোভাব পরিমাপের বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়। মনোভাব পরিমাপের গাটম্যান মানক অধিক গুরুত্বপূর্ণ পদ্ধতি ।

গাটম্যান স্কেল বা মানক : মনোভাব পরিমাপের জন্য গ্যাটম্যান কর্তৃক উদ্ভাবিত পদ্ধতির নাম গাটম্যান মানক। গাটম্যানের মতে, সেসব উক্তি বা পদকেই মান বলা যায়, যার একটি উক্তিতে একজন 

ব্যক্তি অন্যদের চেয়ে উচ্চ সাফল্যাঙ্ক পেলে অন্য সব উক্তিতেও ঐ রকম উচ্চ সাফল্যাঙ্ক পাওয়া যাবে এমন নিশ্চয়তা থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ওজন সম্পর্কিত সর্বোৎকৃষ্ট গাটম্যান মানকের পদগুলো হবে—

ক. আমার ওজন ১০০ পাউন্ডের বেশি;

খ. আমার ওজন ১১০ পাউন্ডের বেশি;

গ. আমার ওজন ১২০ পাউন্ডের বেশি।

উপরিউক্ত মানকে যে পরীক্ষণ পাত্র গ উক্তিতে ইতিবাচক উত্তর দিবে, ক ও খ উক্তিতে স্বাভাবিকভাবেই সে ইতিবাচক উত্তর দিবে । 

এরূপ মানকে ব্যক্তির মোট সাফল্যাঙ্ক জানা থাকলে তা থেকে প্রতিটি উক্তিতে তার উত্তরের মান সঠিকভাবে অনুমান করা যায়। 

ধরা যাক উপরের উদাহরণে প্রতিটি ইতিবাচক উত্তরের জন্য ১ ও নেতিবাচক উত্তরের জন্য • সাফল্যাঙ্ক দেওয়া আছে। এখানে কোনো ব্যক্তির সাফল্যাঙ্ক যদি ২ ধরা যায় তাহলে আমরা সহজেই অনুমান করতে পারব যে, 

সে ক ও খ’উক্তিতে 'হ্যাঁ' বলেছে এবং গ উক্তিতে 'না' বলেছে। একইভাবে কোনো ব্যক্তির সাফল্যাঙ্ক যদি ৩ ধরা যায় তাহলে বুঝতে হবে সে ক, খ, গ উক্তিতে 'হ্যাঁ' বলেছে।

সমালোচনা : গাটম্যান মানকের সমালোচনাগত দিকগুলো নিম্নে উল্লেখ করা হলো :

১. ওজনের মতো মনোভাব ক্ষেত্রে পুনরুৎপাদন সম্পূর্ণ সঠিক হওয়া সম্ভব নয় বলে এ মানকে সবসময়ই কিছু ভ্রান্তি থেকে যায় । 

২. গাটম্যান মানকের প্রাথমিক উক্তি নির্বাচনকে অবৈজ্ঞানিক বলে সমালোচনা করা হয়েছে।

৩. মনোভাব প্রকৃতিগতভাবে বহুমাত্রিক ও জটিল বিধায় এর পরিমাপ একমাত্রিক মানকের মতো সহজ প্রক্রিয়ায় করা সম্ভব নয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মনোভাব সহজাত নয়; বরং অর্জিত । পারস্পরিক ভাবের আদানপ্রদানের মধ্য দিয়ে মনোভাব গড়ে ওঠে। 

ব্যক্তির মনোভাব পরিমাপ করার জন্য সচরাচর বিভিন্ন ধরনের মানক ব্যবহার করা হয়। মনোভাব পরিমাপের ক্ষেত্রে গাটমান মানক বা স্কেলটি উল্লেখযোগ্য।

আর্টিকেলের শেষকথাঃ গাটম্যান স্কেল বলতে কী বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম গাটম্যান স্কেল বলতে কী বুঝ। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ