সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য লেখ।

সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী
সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী

সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী

  • অথবা, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য লেখ।
  • অথবা, সমগ্রক ও নমুনার মধ্যে বৈসাদৃশ্য বর্ণনা কর ।

উত্তর ভূমিকা : যেকোনো ধরনের গবেষণা পরিচালনার ক্ষেত্রে দুটি অপরিহার্য বিষয় হচ্ছে সমগ্রক ও নমুনা। সাধারণত নমুনা বলতে সমগ্রকের প্রতিনিধিত্বকারী অংশকে বুঝানো হয়ে থাকে। 

সমগ্রক বলতে গবেষণার অন্তর্ভুক্ত সব বিষয়কে বুঝায় । সমগ্রক ও নমুনা উভয়ই গবেষণার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নমুনা ও সমগ্রকের মধ্যে পার্থক্য : সামাজিক গবেষণায় তথ্যসংগ্রহের জন্য নির্বাচিত সম্পূর্ণ কর্মক্ষেত্রটিকে সমগ্রক বলে । পক্ষান্তরে, যখন কোনো সমগ্রকের এক বা একাধিক বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য তা থেকে প্রতিনিধিত্বকারী অংশ নির্বাচন করা হয়, তখন ঐ নির্বাচিত অংশটিকে নমুনা বলে। নিম্নে সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য করা হলো :

নমুনা

প্রয়োজনে সমগ্রকের সমগ্রক প্রতিনিধিত্বশীল 

১. গবেষণার অংশকে নমুনা বলে ।

১. সাধারণত কোনো গবেষণার সামগ্রিক দিক বা সমগ্রকতাকে সমগ্রক বলে ।

২. নমুনায় অবস্থিত এককের সংখ্যা সসীম অপেক্ষাকৃত কম হয়ে থাকে ।ও

২. সমগ্রকে অবস্থিত এককের সংখ্যা সসীম বা অসীম হতে পারে ।

৩. যখন নমুনার এককগুলোকে বিশ্লেষণ করে উক্ত নমুনার কোনো একটি বৈশিষ্ট্যকে পরিমাপ করা হয় তখন তাকে নমুনাজ মান বলা হয় ।

৩. যখন কোনো একটি সমগ্রকের প্রতিটি উপাদান বা একককে বিশ্লেষণ করে উক্ত সমগ্রকের কোনো একটি বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তখন তাকে পরামিতি বলা হয় ।

৪. নমুনাজ মান সমগ্রকের কোনো বৈশিষ্ট্য ফুটিয়ে 

৪. পরামিতি সমগ্রকের কোনো বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে তুলতে সক্ষম তবে সর্বক্ষেত্রে সমভাবে নয় । সম্পূর্ণ সক্ষম ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, নমুনা ও সমগ্রক গবেষণা পরিচালনার দুটি অপরিহার্য অনুষঙ্গ। সমগ্রক ছাড়া নমুনা অস্তিত্বহীন। অন্যদিক নমুনা সমগ্রকের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই গবেষককে সমগ্রকের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে । কারণ একটি যথাযথ সমগ্রক থেকেই প্রতিনিধিত্বশীল নমুনা পাওয়া সম্ভব।

আর্টিকেলের শেষকথাঃ সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী

আমরা এতক্ষন জেনে নিলাম সমগ্রক ও নমুনার মধ্যে বৈসাদৃশ্য বর্ণনা কর। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ