রাজনৈতিক ক্ষমতা কাকে বলে

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো রাজনৈতিক ক্ষমতা কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের রাজনৈতিক ক্ষমতা কাকে বলে।

রাজনৈতিক ক্ষমতা কাকে বলে
রাজনৈতিক ক্ষমতা কাকে বলে

রাজনৈতিক ক্ষমতা কাকে বলে

উত্তর ভূমিকা : সামাজিক চালিকাশক্তির অন্যতম নিয়ামক হলো ক্ষমতা। ক্ষমতা একদিকে যেমন মানসম্মান, মর্যাদা- খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি, নিয়ন্ত্রণ আধিপত্যের প্রতীক, তেমনি এটি অন্যায় অবিচারের ক্ষেত্রও তৈরি করে। 

তারপরও কোনো রাজনৈতিক ব্যবস্থার স্বরূপ বা প্রকৃতির যথাযথ বিশ্লেষণের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতার ব্যাখ্যা অতীব জরুরি। 

রাজনৈতিক ক্ষমতা : ক্ষমতারস্বরূপ ও প্রকৃতি অনুযায়ী ক্ষমতাকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক এ ৩টি ভাগে ভাগ করা যায়। 

সাধারণ অর্থে বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা যখন রাজনৈতিক বা রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন তাকে রাজনৈতিক ক্ষমতা বলে। এখানে ক্ষমতার মৌলিক, শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রকরণ হিসেবে রাজনৈতিক ক্ষমতা পরিগণিত হয় ।

প্রামাণ্য সংজ্ঞা :

রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ডি. ল্যাসওয়েল (Harold D. Lasswell) এর মতে, “সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করার ক্ষমতাই রাজনৈতিক ক্ষমতা।”

তবে এ বিষয়ে রবার্ট ডাল ( Robert Dhal) এর সংজ্ঞাটি প্রণিধানযোগ্য। তিনি বলেন, “রাজনৈতিক ক্ষমতা বা প্রভাব হলো বিভিন্ন ব্যক্তির পারস্পরিক সম্পর্ক যার ভিত্তিতে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বিশেষ উপায়ে কাজ করাতে সক্ষম হয়।

” অ্যালান বল (Alan Ball) এ সম্পর্কে বলেন, “শাস্তির ভীতি প্রদর্শনের মাধ্যমে অন্যের আচার আচরণকে প্রভাবিত করার ক্ষমতাকেই রাজনৈতিক ক্ষমতা বলে ।

” তবে এ ভীতি প্রদর্শনকে তিনি জনগণের কল্যাণার্থে প্রয়োগকে বুঝিয়েছেন । বিশ্ব মুক্তকোষ এ বলা হয়েছে, “রাজনৈতিকভাবে অন্যের আচরণ নিয়ন্ত্রণ ও নিজের ইচ্ছাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার ক্ষমতাই রাজনৈতিক ক্ষমতা।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, কখনও কখনও কতকগুলো বিধিমালার অধীনে প্রদত্ত কোনো নির্দিষ্ট অধিকারসমূহকে রাজনৈতিক ক্ষমতা বলা হলেও বর্তমানে রাজনৈতিক ক্ষমতা শব্দটি দমন ও  নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বিশ্লেষণ করলে সহজেই অনুধাবনযোগ্য হবে। সুতরাং রাজনৈতিক ক্ষমতা জনকল্যাণের স্বার্থে প্রয়োগ হবে এটাই বাঞ্ছনীয় ।

আর্টিকেলের শেষকথাঃ রাজনৈতিক ক্ষমতা বলতে কী বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম রাজনৈতিক ক্ষমতা কী। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ