২০টি পুরানো দিনের গানের লিরিক্স

 আপনি কি পুরানো দিনের গানের লিরিক্স খুজতেছেন? যদি আপনি অনেক আগের গানের লিরিক্স খুজে থাকেন তাহলে স্বাগতম জানাই আমাদের আজকের এই আর্টিকেলে। কারন আমরা আজকে পুরানো দিনের গানের লিরিক্স নিয়ে আপনাদের মাঝে এসেছি।

১৭টি পুরানো দিনের গানের লিরিক্স
১৭টি পুরানো দিনের গানের লিরিক্স

হ্যালো বন্ধুরা আমি আরকে রায়হান । আমি আজকে আপনাদের সামনে বাছাই করা ১৭টি পুরানো দিনের গানের লিরিক্স নিয়ে আসছি যা আপনাদের অবশ্যই ভালো লাগবে।

১৭টি পুরানো দিনের গানের লিরিক্স | Purano diner ganer lyrics

পুরানো দিনের গান গুলো বারবার শুনলেও মন চায় আরও শুনতে। সোনালি দিনের সোনালি গান। একটা বাংলায় কথা আছে - পুরান চাল ভাতে বাড়ে। তাই আমরা আপনাদের জন্য বাছাই করে ১৭টি পুরানো দিনের গানের লিরিক্স। তো চলুন দেখে নেওয়া যাক -ঃ

০১।। আমি দূর হতে তোমারেই দেখেছি লিরিক্স | Ami dur hote tomarei dekhechi lyrics

  • Song: Ami Dur Hote Tomare Dekhechi (আমি দূর হতে তোমারেই দেখেছি)
  • Original Singer & Composer : Hemanta Mukherjee
  • Lyrics : Gauriprasanna Mazumder
  • Music Label: Saregama
  • Music Rearranged by: Prithwi Raj

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি (x2)

বাজে কিনিকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি একেঁছি

আমি দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি


ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল

তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল (x2)

ঐ রুপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি


কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি

আপণ গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে

সে মায়ায় আপনারে ঢেকেছি


ঐ কপলে দেখেছি লাল পদ্ম

যেন দল মেলে ফুঁটেছে সে সদ্য (x2)

আমি ভ্রমরে গুঞ্জনে তোমারেই ডেকেছি

দূর হতে তোমারেই দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

বাজে কিনিকিনি রিনিঝিনি

তোমারে যে চিনি চিনি

মনে মনে কত ছবি একেঁছি

আমি দূর হতে তোমারে দেখেছি

আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি

২।। কতদিন দেখিনি তোমায় লিরিক্স | koto din dekhini tomay lyrics bangla

  • Singer: Manna Dey
  • Song: Koto Din Dekhini Tomay (কতদিন দেখিনি তোমায়)
  • Music Director: Kamal Dasgupta
  • Lyricist: Pronab Roy
  • Label: Saregama India Ltd

কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

স্মৃতির মুকুরে মম

আজো তবু ছায়া পড়ে রানী

কতদিন..কতদিন দেখিনি তোমায়


কত দিন তুমি নাই কাছে,

তবু হৃদয়েরও তৃষা, জেগে আছে

কত দিন তুমি নাই কাছে

তবু হৃদয়েরও তৃষা,

জেগে আছে, জেগে আছে


প্রিয় যবে দূরে চলে যায়

সে যে আরও প্রিয় হয় জানি

কতদিন.. কতদিন দেখিনি তোমায়


হয়তো তোমার দেশে আজ

এসেছে মাধবী রাতি

তুমি জোছনায় জাগিছো নিশি

সাথে লয়ে নতুন সাথী


হেথা মোর দ্বীপ নেভা রাতে

নিদ নাহি দুটি আঁখি পাতে (x2)

প্রেম সে যে মরিচীকা হায়

এ জীবনে এই শুধু মানি..

কতদিন.. কতদিন দেখিনি তোমায়

তবু মনে পড়ে তব মুখখানি

কতদিন দেখিনি তোমায়..

৩।। কফি হাউসের সেই আড্ডাটা লিরিক্স | manna dey coffee houser sei addata aaj aar nei lyrics

  • Singer - Manna Dey
  • Song - Coffee Houser Sei Addata (কফি হাউসের সেই আড্ডাটা)
  • Music - Suparnakanti Ghosh
  • Lyrics - Gauriprashanna Majumder

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই...


নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে

জীবন করে নি তাকে ক্ষমা হায়


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই...


সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখ্ পতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ীবাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে

নির্বাক শ্রোতা হয়ে

ডিসুজাটা বসে শুধু থাকতো


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই...


একটা টেবিলে সেই তিন চার ঘন্টা

চারমিনারটা ঠোঁটে জ্বলতো

কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই...


কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হোল না কোথাও ছাপা

পেলনা সে প্রতিভার দামটা

অফিসের সোশালে অ্যামেচার নাটকে

রমা রায় অভিনয় করতো

কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ

কি লিখেছে তাই শুধু পড়তো


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই...


সেই সাত জন নেই

আজ টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা অজোও খালি নেই

একই সে বাগানে আজ

এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই


কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কত জন এল গেলো

কতজনই আসবে

কফি হাউসটা শুধু থেকে যায়


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই..

৪।। আমি যে কে তোমার লিরিক্স | ami je ke tomar lyrics

  • Movie - Anurager Chhowa
  • Singer - Lata Mangeshkar & Kishore Kumar
  • Music Director - Ajoy Das
  • Lyrics - Gauriprasanna Mazumder

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

এ মনে কি আছে পারো যদি খুজে নাও

আমি তোমাকেই বুকে ধরে রাখবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


কেন আর সরে আছো দূরে,

কাছে এসে হাত দুটো ধরো (x2)

শপথের মন কাড়া সুরে

আমায় তোমারি তুমি করো

ও.. তোমারি স্বপ্ন দুচোখেই আমি আঁকবো

চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


ওপারের ডাক যদি আশে

শেষ খেয়া হয় পাড়ি দিতে (x2)

মরণ তোমায় কোনদিনও

পারবেনা কভু কেড়ে নিতে

ও.. ও..

সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো

চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

৫।। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো lyrics | aaj ei dintake moner khatai likhe rakhbo lyrics

  • Film - Antaraley (1985)
  • Singer - Kishore Kumar
  • Music Composer - Bappi Lahiri
  • Lyrics - Gouriprasanna Majumdar

আজ এই দিনটাকে

মনের খাতায় লিখে রাখো

আমায় পড়বে মনে

কাছে দূরে যেখানেই থাকো (x2)

Ho ho ho aa ha ha hm hm..


হাওয়ার গল্প আর

পাখীদের গান শুনে শুনে

আজ এই ফাল্গুনে

দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো (x2)


আজ এই দিনটাকে

মনের খাতায় লিখে রাখো

আমায় পড়বে মনে

কাছে দূরে যেখানেই থাকো

Ho ho ho aa ha ha hm hm..


এসো আজ সারাদিন

বসে নয় থাকি পাশাপাশি

আজ শুধু ভালোবাসা বাসি

শুধু গান আর হাসাহাসি


রঙের বরষা ঐ

নেমেছে যে দেখো ফুলে ফুলে

দুটি হাত তুলে

আমাকে আরো কাছে ডাকো (x2)


আজ এই দিনটাকে

মনের খাতায় লিখে রাখো

আমায় পড়বে মনে

কাছে দূরে যেখানেই থাকো

Ho ho ho aa ha ha hm hm..

শিল্পীঃ বশীর আহমেদ

সুরকারঃ খান আতাউর রহমান

গীতিকারঃ খান আতাউর রহমান


যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

পিঞ্জর খুলে দিয়েছি

যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি

যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

যা রে বাঁধন কেটে যা

যা রে হৃদয় ভেঙ্গে যা

যা রে বাঁধন কেটে যা

যা রে হৃদয় ভেঙ্গে যা

শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়

জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়

শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়

জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়

পিঞ্জর খুলে দিয়েছি

যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি

যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

যা রে আকাশে উড়ে যা

যা রে পথ ভুলে যা

যা রে আকাশে উড়ে যা

যা রে পথ ভুলে যা

জানি রে এ জীবনে তোকে পাবার নয়

আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়

জানি রে এ জীবনে তোকে পাবার নয়

আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়

পিঞ্জর খুলে দিয়েছি

যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি

যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

পিঞ্জর খুলে দিয়েছি

যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি

যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

যা রে যাবি যদি যা

৬।। পাগল মন মন রে মন কেন এত কথা বলে লিরিক্স | ke bole pagol se jeno kothay lyrics

  • Song : Ke Bole Pagol Pagol Mon Mon Re 
  • Movie : Sujan Sakhi (1995)
  • Singer : Indrani Sen
  • Music Director : Anupam Dutta
  • Lyricist : Khan Ataur Rahman
  • Director : Swapan Saha
  • Label : Angel Digital

কে বলে পাগল

সে যেন কোথায়,

রয়েছে কতই দূরে

মন কেন এতো কথা বলে।


কে বলে পাগল

সে যেন কোথায়,

রয়েছে কতই দূরে

মন কেন এতো কথা বলে,

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে,

ও পাগল মন, মন রে

মন কেন এত কথা বলে।।


মনকে আমার যত চাইযে বোঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে,

মনকে আমার যত চাইযে বোঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে,

পাগল মন রে, মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে।।


আমি বা কে আমার মনটা বা কে

আজও পারলাম না আমার মনকে চিনিতে,

আমি বা কে আমার মনটা বা কে

আজো পারলাম না আমার মনকে চিনিতে,

পাগল মন রে, মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে।।


আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন,

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন,

পাগল মন রে, মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে,

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে।।

৭।। ছায়া হয়ে তবু পাশে রইবো | chaya hoye tobu pashe roibo lyrics

কথা বলো না বলো, ওগো বন্ধু

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

কথা বলো না বলো, ওগো বন্ধু

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

আমি অভাগিনী, শুধু যে তোমারই

যতই ব্যথা দেবে সইবো

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

আমি কাঁদি শুনে হাসে বিশ্ব

কাছে তুমি প্রিয়, তবু আমি নিঃস্ব

আমি কাঁদি শুনে হাসে বিশ্ব

কাছে তুমি প্রিয়, তবু আমি নিঃস্ব

কত বেদনা...

কত বেদনা সয়েছে হৃদয়

কেমনে তোমায় আমি কইবো

ছায়া হয়ে ওগো পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

কেন আমি অসহায়া জানি না

নিয়তির এ লেখা না না আমি মানি না

কেন আমি অসহায়া জানি না

নিয়তির এ লেখা না না আমি মানি না

মন বলে গো...

মন বলে গো জীবনে কভু

তোমারে শুধু আমি বইবো

ছায়া হয়ে ওগো পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

আমি অভাগিনী, শুধু যে তোমারই

যতই ব্যথা দেবে সইবো

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

৮।। একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স | ekdin matir bhitore hobe ghor lyrics

  • Song : Ekdin Matir Vitore Hobe Ghor
  • Singer : Abir Biswas
  • Programming, Mix and Master : Abir Biswas
  • DOP : Akash Bagchi
  • Edit & Color : Abir Biswas
  • Produced By : Prabir Jana
  • Production : KMJ Music Series

একদিন মাটির ভিতরে হবে ঘর 

ও মন আমার

কেন বাঁধো দালান ঘর,

ও মন আমার

কেন বাঁধো দালান ঘর?


প্রান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে

ধরাধামে সবি রবে তুমি যাবে চলে। 


বন্ধু বান্ধব যত, হায় 

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুত,

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুত,

সকলি হবে তোমার পর

রে মন আমার,

কেন বাঁধো দালান ঘর,

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর?


একদিন মাটির ভেতোরে হবে ঘর 

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর,

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর?


দেহ তোমর চর্মচর

গলে পচে যাবে,

শিরার উপশিরা গুলি

ছিন্ন-ভিন্ন হবে। 


মন্ডু মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড,

মন্ডু মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড,

পড়ে রবে মাটিরো উপর

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর?


একদিন মাটির ভিতোরে হবে ঘর 

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর,

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর?


রুপেরি গৌরবে সাজিয়াছো সাজ

সোন দানা কত কি আর

রাজকিয় পোশাক। 


যেদিন প্রন চালে যাবে

সবই পড়ে রবে,

প্রন চালে যাবে

সবই পড়ে রবে,

গায়ে দেবে মার কিনুথন

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর?


একদিন মাটির ভেতরে হবে ঘর 

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর,

রে মন আমার

কেন বাঁধো দালান ঘর?

৯।। দে দে পাল তুলে দে বাংলা লিরিক্স | de de pal tule de bangla lyrics

  • Song : De De Pal Tule De (দে দে পাল তুলে দে)
  • Tune & Lyrics : Abdur Rahman Boyati
  • Singer : Timir Biswas (Fakira Band)
  • Singer : Arkadeep Mishra (The Folk Diaryz)

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না,

পাল তুলে দে মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,

একবার ছেড়ে দে নৌকা,

আমি যাবো মদিনা (x2)


দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে

হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে (x2)

ও দয়াল মুর্শিদ যার সখা

তার কিসের ভাবনা

মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা

হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,

আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা


ও দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

পাল তুলে দে মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,

একবার ছেড়ে দে নৌকা,

আমি যাবো মদিনা।


ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে

সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে (x2)

ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা

মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা

হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,

আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না,

পাল তুলে দে মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,

একবার ছেড়ে দে নৌকা,

আমি যাবো মদিনা।

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা

১০।। কে বলে মানুষ মরে লিরিক্স | ke bole manush more bangla lyrics

  • Song : Ke Bole Manush More
  • Lyrics And Composition : Kuthi Mansur
  • Vocal : Satyaki Banerjee
  • Label : Bangla Folk Dunia

ওরে এ মানুষ মরলে পরে 

বিচার হবে কার?

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার ?

আমি বুঝলাম না ব্যাপার,

কে বলে মানুষ মরে ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?


ও যেমন পরম থাকে নিরাকারে

খেলছেন খেলা নিরেতে,

আর জীবাত্মা জীবিত থাকে

পরমাত্মার জোরেতে,

পরমাত্মার জোরেতে। 


এই আদি সত্য পরম যিনি

জীব দেহ চালাচ্ছেন তিনি,

এই আদি সত্য পরম যিনি

এই জীব দেহ চালাচ্ছেন তিনি,

ওরে জন্ম মৃত্যু নাম ধরিয়া 

চালাইছে কোন কারোবার,

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?


আর পঞ্চ আত্মা পঞ্চ রহু 

বলো হিসেবেতে পাওয়া যায়,

একের হতে দুয়ের জন্ম 

পরমাত্মার মরণ নাই,

পরমাত্মার মরণ নাই। 


এই পরমাত্মার কর্ম লইয়া

জীবাত্মা যায় বিলান হইয়া,

পরমাত্মার কর্ম লইয়া

এই জীবাত্মা যায় বিলান হইয়া। 

এমন সুন্দর,

এমন সুন্দর দেহখানি 

হয়ে যায় বেকার,

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

আমি বুঝলাম না ব্যাপার। 


যেমন সাগর হতে আসে পানি

এই নদীতে ভেসে বেড়ায় ..

আর যেথা হতে আসে পানি

তোথায় আবার ফিরা যায়

তোথায় আবার ফিরা যায়। 


এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে 

তবু সাগর কিন্তু শুকায় না রে,

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে 

তবু সাগর কিন্তু শুকায় না রে,

তেমনি মানুষ ঘোরে ফেরে 

মনসুর কয় বার বার

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে?

এ মানুষ মরলে পরে 

বিচার হবে কার?

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার ?

খ্যাপা রে...

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

১১।। Ajke Morle Kalke Doi Din | আজকে মরলে কালকে দুইদিন

  • Song : Ajke Morle Kalke Doi Din | আজকে মরলে কালকে দুইদিন
  • Lyric: Sohail Masud
  • Tune: Ahmed Shakil
  • Singer: Raju Mondol
  • Cast: Raju Mondol রাজু মন্ডল
  • DOP : DKM Ashraful Islam Ishaq
  • Make up : Choto Polash
  • Video Editing : Parves Alam
  • Produced and Distributed by Rain Music
  • Label: Rain Music
  • Executive Producer : Sohail Masud

আজকে মরলে কালকে দুই দিন গজল লিরিক্স

আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

থাকতে সময় করো আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

কত কষ্ট করে তুমি

করলা সাধের বাড়ি

সেই বাড়িতে ঠাই হবে না

যাইতে হবে ছারি

কত কষ্ট করে তুমি

করলা সাধের বাড়ি

সেই বাড়িতে ঠাই হবে না

যাইতে হবে ছারি

মহামায়া টানে তুমি

রবের বিধান ভুইলো না

পাপ পণ্যের হিসাব নিবে

একদিন মালিক রাব্বানা

থাকতে সময় কর আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

আঁধার ঘরে থাকবে পরে

সাইরা তুমি সব

কেউ রবে না সঙ্গে তোমার

থাকবে সেদিন রব

আঁধার ঘরে থাকবে পরে

সাইরা তুমি সব

কেউ রবে না সঙ্গে তোমার

থাকবে সেদিন রব

মিছে মায়ার এই দুনিয়া

ক্ষণিকের ঠিকানা ধনে

গরিব নেই ভেদাভেদ

মাটির হবে বিছানা

থাকতে সময় কর আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

থাকতে সময় কর আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

১২।। মাগো তোমার মত লয়না কেহ | mago tomar moto loy na keho lyrics

মাগো, তোমার মত লয়না কেউ

আমায় বুকে টানি..


আঁচল দিয়া, মুছেনা কেউ.....


আঁচল দিয়া, মুছেনা কেউ


আমার চোখের পানি..

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী


চইলা গেলা কোন অজানায়


আমায় নিলানা..

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলানা..

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা

জীবন আমার, যাইব কেমনে.....


জীবন আমার, যাইব কেমনে


একটু ও ভাবনি

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী


অনাদরে কাটে মাগো

আমার এ জীবন..

ভাগ্য দোষে রইলো বাবা

দুরেতে এখন

অনাদরে কাটে মাগো

আমার এ জীবন..

ভাগ্য দোষে রইলো বাবা

দুরেতে এখন

তুমি ও নাই, বাবা ও নাই......


তুমি ও নাই, বাবা ও নাই


দুঃখী আমি এমনই

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী


মাগো, তোমার মত লয়না কেউ


আমায় বুকে টানি

আঁচল দিয়া, মুছেনা কেউ.....


আঁচল দিয়া, মুছেনা কেউ


আমার চোখের পানি

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী

১৩।। আমি শুনেছি সেদিন তুমি গানের লিরিক্স | ami shunechi sedin tumi lyrics

Song : Ami Shunechi Sedin Tumi

Album : Amar Kichu Kotha Chilo

Singer : Moushumi Bhowmik

আমি শুনেছি সেদিন তুমি

সাগরের ঢেউয়ে চেপে,

নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।

আমি শুনেছি সেদিন তুমি

নোনবালি তীর ধরে,

বহুদুর বহুদুর হেঁটে এসেছো।

আমি কখনও যাই নি জলে,

কখনও ভাসিনি নীলে

কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে।

আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে

আমাকেও সাথে নিও,

নেবে তো আমায় বল নেবে তো আমায়?


আমি শুনেছি সেদিন নাকি

তুমি তুমি তুমি মিলে,

তোমরা সদল বলে সভা করেছিলে।

আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা

না বলা অনেক কথা, কথা তুলেছিলে।

কেন শুধু শুধু ছুটে চলা, একি একি কথা বলা

নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।

যদি ভালবাসা নাই থাকে

শুধু একা একা লাগে,

কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?

বল কোথায় গিয়ে?


আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ

এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে।

মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে

তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে।

আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ

তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।

আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু

রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই,

স্বপ্ন দেখবো বলে, আমি দু চোখ পেতেছি,

তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি।

তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।।

১৪।। যে পাখি ঘর বোঝেনা লিরিক্স | je pakhi ghor bojhena lyrics bangla

  • Song Credits: Album: Sudhu Tomar Jonno (2015)
  • Singer: Dhruba Guha
  • Music Composer: Torik
  • Lyrics: Plabon Koreshi
  • Director: Shuvabrata Sarker
  • Cinematography: Kamrul Islam
  • Story: Suvro Shorkhel & Cineart Creative Team
  • Production: CINEART

যে পাখি ঘর বোঝেনা


যে পাখি ঘর বোঝেনা

উড়ে বেড়ায় বন বাদাড়ে

ভোলা মন মিছে কেন

মনের খাঁচায় রাখিস তারে (x2)


ও পাখি বাঁধন হারা ছন্নছাড়া

মানেনা প্রেমের শিকল

ও পাখি দশ দুয়ারে,

শত মন করে দখল

যে পাখি র বোঝেনা

যে পাখি ঘর বোঝেনা..


পাখিটার এমন স্বভাব

নিজের অভাব পূরণ করে নিজের মত

পাখিটা হাসে খেলে অন্তরালে

সুনিপূন করে কত (x2)


ও পাখি বাঁধন হারা ছন্নছাড়া

মানেনা প্রেমের শিকল

ও পাখি দশ দুয়ারে,

শত মন করে দখল

যে পাখি ঘর বোঝেনা

যে পাখি ঘর বোঝেনা..


পাখিটার মতিভ্রমে দমে দমে

উড়ি কেবল সংখ্যা গুনে

পাখিটা চড় ভেবে নেয় মন হাতিয়ে

ব্যাথা দেয় বুঝে শুনে (x2)


পাখি বাঁধন হারা ছন্নছাড়া

মানেনা প্রেমের শিকল

ও পাখি দশ দুয়ারে,

শত মন করে দখল

যে পাখি ঘর বোঝেনা

যে পাখি ঘর বোঝেনা

১৫।। মাটিরও পিঞ্জিরার মাঝে লিরিক্স | matiro pinjirar majhe lyrics

  • Song : Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
  • Lyrics : Hason Raja
  • Singer : Saif Zohan
  • Music : R Joy
  • Video : Foysal Alif
  • Editing : Saif Zohan

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে

কান্দে হাসন রাজার মন ময়নায় রে,

হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে। 


মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে

মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে

লালে ধলায় হইলাম বন্দী 

পিঞ্জিরার ভিতরে রে,

কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,

হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।  


উড়িয়া যায় রে ময়না পাখি

পিঞ্জিরায় হইল বন্দি,

উড়িয়া যায় রে ময়না পাখি

পিঞ্জিরায় হইল বন্দি,

মায়ে বাপে লাগাইলা, 

মায়া জালের আন্দি রে 

কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,

হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।


পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে

মজবুত পিঞ্জিরা ময়নায়, 

ভাঙ্গিতে না পারে। 

উড়িয়া যাইব শুয়া পক্ষী

পড়িয়া রইব কায়া,

কিসের দেশ কিসের খোশ

কিসের দয়া মায়া।


হাসন রাজায় ডাকব যখন 

ময়না আয়রে আয়,

হাসন রাজায় ডাকব যখন 

ময়না আয়রে আয়,

এমন নিষ্ঠুর ময়নায়, 

আর কি ফিরিয়া চায় রে 

কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,

হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।

১৬।। বৃদ্ধাশ্রম গানের লিরিক্স | Briddhashram Lyrics

  • Song Name: Briddhashrom (বৃদ্ধাশ্রম) 
  • Singer: Nachiketa Chakraborty
  • Label: Saregama

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার (x2)

নানান রকম জিনিস আর আসবাব দামী দামী

সবচে কম দামী ছিলাম একমাত্র আমি।

ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম

আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।


আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না

ও সব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না (x2)

ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি

ছেড়ে দিলো কাকে খেল পোষা বুড়ো ময়না।

স্বামী স্ত্রী আর আলসেসিয়ান জায়গা বড়ই কম

আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।


নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা

বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা

ঠোট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে

খোকা বোধহয় আর কাঁদেনা নেই বুঝি আর মনে

ছোট্ট বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে

দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে।

দুহাত আজো খোঁজে ভুলে যায়যে একদম

আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।


খোকারও হয়েছে ছেলে দুবছর হল

আরতো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ তোল

একশ বছর বাঁচতে চাই এখন আমার ষাট

পচিশ বছর পরে খোকার হবে উনষাট

আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি

খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি

সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম

মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম

মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম..

১৭।। আর কি হবে এমন জনম | Ar ki hobe emon jonom

আর কি হবে এমন জনম

           বসব সাধু মেলে ৷

হেলায় হেলায় দিন বয়ে যায়

              ঘিরে নিল কালে ॥


কত কত লক্ষ যোনী

ভ্রমন করেছ জানি

মানব কূলে মনরে তুমি

               এসে কী করিলে ॥


মানব কূলেতে আশায়

কত দেব দেবতা বাঞ্ছিত হয়

হেন জনম দীন-দয়াময়

           দিয়েছে কোন ফলে ॥


ভুলো না রে মন রসনা

সমঝে কর বেচাকেনা

লালন বলে কূল পাবা না

              এবার ঠকে গেলে ॥

আর্টিকেলের শেষকথাঃ ১৭টি পুরানো দিনের গানের লিরিক্স

বন্ধুরা এতক্ষন জেনে নিলাম ১৭টি পুরানো দিনের গানের লিরিক্স। আশা করি আমাদের আজকের এই আরটিকেল টি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই রকম নিত্য নতুন আরটিকেল পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ