সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও | সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। অথবা, সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও  সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়
সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও  সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও | সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়

উত্তর : ভূমিকা : মানব সভ্যতার স্বাভাবিক ধারা হলো পরিবর্তনশীলতা। পরিবর্তনের ধারায় সমাজ, সাহিত্য, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি এগুলো ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। 

সামাজিক পরিবর্তন বলতে সমাজের সাথে সম্পর্কের পরিবর্তনের কথা বলা হয়েছে। যুগযুগ ধরে মানুষের সংস্কৃতি পরিবর্তন হয়ে আসছে আগামীতেও হবে।

সামাজিক পরিবর্তন : সামাজিক পরিবর্তন বলতে সমাজব্যবস্থার বিভিন্ন রীতিনীতি পদ্ধতির পরিবর্তনসমূহ । 

সমাজের মাঝে বিদ্যমান ভৌগোলিক কারণ, সংস্কৃতির উপকরণে মানুষের আদর্শের ভেদাভেদ অথবা অন্ধবিশ্বাসের তাগিদে যে পরিবর্তন হয়ে থাকে, তাকেও সামাজিক পরিবর্তন বলে ।

- সামাজিক পরিবর্তনের প্রামাণ্য সংজ্ঞা :

সমাজবিজ্ঞানী ডেভিসের মতে, “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের পরিবর্তন। "Social change means the change of social organization."

অধ্যাপক টি.বি বোটমর এর মতে, “বিবর্তন, উন্নয়ন, প্রগতি প্রচলিত মতামতের পরিবেশে পরিবর্তন প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে সর্বদা সমস্যা বিদ্যমান। এ সমস্যার পরিপ্রেক্ষিতে মানব সমাজের যাবতীয় ইতিহাসগত পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন।”

গিনসবার্গের মতে, “যে সমস্ত রূপান্তর বা প্রকারান্তর সামাজিক কাঠামোর ক্রিয়াকে পরিবর্তন করতে পেরেছে তাকে সামাজিক পরিবর্তন বলা হয়।”

ম্যকাইভার এর মতে, “সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজে | বসবাসকারী মানব সমষ্টির কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন।”

অধ্যাপক মরিস জিন্সবার্গের মতে, “সামাজিক পরিবর্তন | বলতে সামাজিক কাঠামোর পরিবর্তনকে বুঝায় । সমাজের | কাঠামো হলো সমাজের পরিধি। তার বিভিন্ন অংশের গঠন বিন্যাসের প্রকৃতি দৃষ্টিভঙ্গি প্রভৃতির সমষ্টিগত রূপ।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক পরিবর্তন পৃথিবীর ক্রমাগত সমাজব্যবস্থার পরিবর্তন। সামাজিক জীব | হিসেবে মানুষের জীবনযাত্রা প্রণালির আচার আচরণের পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ