সামাজিক পরিবর্তনের কারণ গুলি আলোচনা করো

সামাজিক পরিবর্তনের কারণ গুলি আলোচনা করো

  • সামাজিক পরিবর্তনের কারণসমূহ সংক্ষেপে লিখ ।
  • অথবা, সামাজিক পরিবর্তনের কারণগুলো বর্ণনা কর। 

সামাজিক পরিবর্তনের কারণ গুলি আলোচনা করো
সামাজিক পরিবর্তনের কারণ গুলি আলোচনা করো

উত্তর ভূমিকা : মানুষ সমাজবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত । মানুষ সামাজিক জীব। সমাজ জীবন পরিচালনার জন্য মানুষের আচার ব্যবহার, চাহিদা, চাওয়া পাওয়া, ধর্মীয় রীতিনীতি সর্বোপরি সকল কিছুর পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলা হয়ে থাকে । আবার মানুষের কৃষ্টি ও সভ্যতার পরিবর্তনকেও সামাজিক পরিবর্তন বলা হয়ে থাকে ।

→ সামাজিক পরিবর্তনের কারণসমূহ : সামাজিক পরিবর্তনের অনেক কারণ বিদ্যমান। কোন এক সমাজের প্রচলিত ধ্যান- ধারণা অন্য সমাজে গিয়ে পরিবর্তন হচ্ছে।

→ সামাজিক পরিবর্তনের বিশেষ কিছু কারণসমূহ তুলে ধরা হলো :

১. গুণী বা মহৎ ব্যক্তিত্ব : মানুষের সমাজ জীবনে ধর্মের প্রভাব ব্যাপক। গুণী বা মহৎ ব্যক্তিদের দ্বারা সমাজে প্রতিষ্ঠিত প্রথা, আচার অনুষ্ঠান ও কুসংস্কারসহ নানাবিধ পরিবর্তন হয়ে থাকে। একজন আদর্শ মানুষ আদর্শ সমাজ বিনির্মাণ করতে সক্ষম। উদাহরণস্বরূপ বলা যায় যে, অমর্ত্য সেন ডঃ ইউনুস, কেলাস সত্যর্থীদের মত বিখ্যাত মানুষ ।

২. আকস্মিক ঘটনা : সামাজিক পরিবর্তনের অন্যতম একটি কারণ হিসেবে অভিভূত করা হয় আকস্মিক ঘটনা। হঠাৎ কোন ঘটনা ঘটার মধ্য দিয়ে সমাজব্যবস্থার অনেক পরিবর্তন লক্ষ করা যায় । বলা যায় যে, ১৩৪৮ সালের ইংল্যান্ডের মহামারির ঘটনা 1

৩. যান্ত্রিক শিল্পের বিকাশ : বর্তমান বিশ্বে শিল্পায়নের ফলে যান্ত্রিক ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। যার জন্য মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন হতে চলেছে। যান্ত্রিকতার দ্বারা সমাজব্যবস্থার ব্যাপক পরিবর্তন সূচিত হচ্ছে।

৪. ভৌগোলিক কারণ : বলা হয়ে থাকে, সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হলো ভৌগোলিক। কেননা অঞ্চলভেদে মানুষের জীবনযাত্রার মান ভিন্ন হয়ে থাকে। পাহাড়ি জনপদের মানুষের জীবনযাত্রা একরকম, সমতল ভূমিতে বসবাসকারীদের জীবনযাত্রার মান একরকম। মূলত তা ভৌগোলিক পরিবর্তনের মধ্য দিয়ে হয়।

৫. জৈবিক ও বংশগত : বংশগত ও জৈবিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণের মধ্য এক ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক পরিবর্তনের কারণসমূহ বিশেষ কিছু দিক সে দেশ উল্লেখ করা হলো ।

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous 21 April

    আজমিরা আক্তার

Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ