শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি | শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি | শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি | শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা কর

শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি  শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা কর
শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি  শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা কর

জাতীয় বিজ্ঞান দিবসে দৈনিক পত্রিকায় সামুদ্রিক জীববিজ্ঞান ও দ্বিপদ নামকরণ সম্পর্কে কলাম প্রকাশিত হলো।

ক. ফলিত জীববিজ্ঞান কী?

খ. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কী?

গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিষয়টির নিয়মাবলি বর্ণনা করো ।

ঘ. উদ্দীপকে আলোচিত প্রথম বিষয়টি জীববিজ্ঞানের যে শাখার অন্তর্ভুক্ত তার শ্রেণিবিন্যাস করো।

প্রশ্নের উত্তর

ক. জীববিজ্ঞানের যে সকল শাখায় জীবন-সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়সমূহ আলোচিত হয় সেগুলোই হলো ফলিত জীববিজ্ঞান ।

খ. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানবকল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া ।

গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিষয়টি হলো দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণে কিছু সুনির্দিষ্ট নীতি রয়েছে। নিচে দ্বিপদ নামকরণের নিয়মাবলি বর্ণনা করা হলো-

i. নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে।

ii. বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। যেমন- Mangifera indica এটি আমের বৈজ্ঞানিক নাম, এখানে Mangifera গণ নাম এবং indica প্ৰজাতি নাম ।

iii. জীবজগতে প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হয়।

iv. বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর ইংরেজি বড় হরফে হবে বাকি অক্ষরগুলো ছোট হরফ হবে এবং দ্বিতীয় অংশটির নাম

ছোট হরফ দিয়ে লিখতে হবে। যেমন— Mangifera indica|

v. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন- Mangifera indica

vi. হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হয়। যেমন- Mangifera indica|

vii. যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম অনুসৃত উক্ত জীবের বৈজ্ঞানিক নামের সাথে সংক্ষেপে সংযোজন করতে হবে।

ঘ. উদ্দীপকে আলোচিত প্রথম বিষয়টি হলো সামুদ্রিক জীববিজ্ঞান। এটি ফলিত জীববিজ্ঞানের একটি শাখা। ফলিত জীববিজ্ঞানে জীবের জীবন- সংশ্লিষ্ট প্রায়োগিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। নিচে ফলিত জীববিজ্ঞানের শ্রেণিবিন্যাস করা হলো-

i. জীবাশ্মবিজ্ঞান: প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান ।

ii. জীবপরিসংখ্যানবিদ্যা: জীবপরিসংখ্যান-বিষয়ক বিজ্ঞান ।

iii. পরজীবীবিদ্যা: পরজীবিতা, পরজীবী জীবের জীবনপ্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান ।

iv. মৎস্যবিজ্ঞান: মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান ।

v. কীটতত্ত্ব: কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।

vi. অণুজীববিজ্ঞান: ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান ।

vii. জিনপ্রযুক্তি: জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। viii. প্রাণরসায়ন: জীবের প্রাণরসায়নিক কার্যাবলি, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান ।

ix. সামুদ্রিক জীববিজ্ঞান: সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান

X. জীবপ্রযুক্তি: মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান ।

আর্টিকেলের শেষকথাঃ শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি | শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা কর

আমরা এতক্ষন জেনে নিলাম শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য কি | শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য ব্যাখ্যা কর যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ