Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স। তোমরা যদি এই Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স।
Baba Howa Eto Soja Noy Lyrics বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স |
Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স
Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স গানটি বাবা বেবি ও বাংলা সিনেমার অনিন্দ্য চট্টোপাধ্যায় গেয়েছেন। গানের মিক্সিং এবং মাস্টারিং অমিত চ্যাটার্জির। সংগীতায়োজন করেছেন Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স গানের কথা লিখেছেন চমক হাসান।
বাবা বেবি ও বাংলা মুভির কাস্ট: জিশু সেনগুপ্ত, সোলাঙ্কি রায়, বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চ্যাটার্জি, রেশমি সেন, রজত গাঙ্গুলী, মাইনাক চ্যাটার্জি এবং অন্যান্যরা।
- গান : Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স
- চলচ্চিত্র: বাবা বেবি ও
- গায়কঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়
- কথা ও সুরঃ চমক হাসান
- কোরাস গায়ক: রুদ্রাণী, অবিনন্দন,
- হেমলতা ও রুদ্রনীল
- আয়োজন ও ডিজাইনঃ রুদ্রনীল চৌধুরী
- পরিচালকঃ অরিত্র মুখার্জি
- লিখেছেনঃ জিনিয়া সেন
- প্রযোজনা: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি
- লেবেল: উইন্ডোজ উত্পাদন
Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স
হলে কি বনবাসী?
ও ঘুমপাড়ানি মাসী,
হলে কি বনবাসী?
দোহাই লাগে জাদুর চোখে
ঘুম দিয়ে যাও।
আমার পাগল পাগল লাগে
কে জানতো আগেভাগে?
হ্যাঁ পাগল পাগল লাগে
কে জানতো আগেভাগে?
আনন্দটা যেমন বড়
তেমনি ঝামেলাও!
আমার স্বর্গসুখ,
দেখেও চাঁদের মুখ
আমার স্বর্গসুখ,
সে স্বর্গ মাঝে এমন জ্বালা
কেমন করে রয়।
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
এই না ভাসি কান্নায়,
এই না ভাসি খুশির তোড়ে
এই না ভাসি কান্নায়,
পরক্ষনেই যাই রে ভেসে
অন্যকিছুর বন্যায়।
প্রত্যেকেই বিশেষজ্ঞ,
হ্যাঁ চলছে মহাযজ্ঞ
প্রত্যেকেই বিশেষজ্ঞ,
ওরে ধুন্ধুমার এ কান্ড দেখে
মনটা কেঁদে কয়।
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
সাজাই মনের খামে,
রং বেরঙের স্বপ্ন আমি
সাজাই মনের খামে,
আদর করে ডাকি কত
বিচিত্র সব নামে।
আর কোনটা ভুলের দিক,
অরে কোনটা যে ভাই ঠিক
আর কোনটা ভুলের দিক,
সেই দ্বন্দে পড়ে বন্ধু আমার
মনটা কেঁদে কয়।
বাবা হওয়া এত সোজা নয়,
যেমনটা মনে হয়
নারে এত সোজা নয়,
যেমনটা লোকে কয়
নারে এত সোজা নয়।।
Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স
Hole ki bonobasi
Dohai laage jadur chokhe
Ghum diye jao
AMar pagol pagol laage
Ke janto agey bhage
Anondota jemon boro temni jhamelao
Dekheo chander mukh amar swargasukh
Se swarga majhe emon jwala
Kemon kore roy
Baba Hoa Eto Soja Noy
Jemonta mone hoy
Jemonta loke koy
Nare eto soja noy
আর্টিকেলের শেষকথাঃ Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স
এতক্ষন জানলাম Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স টি। তোমাদের যদি এই Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Baba Howa Eto Soja Noy Lyrics | বাবা হওয়া এতো সোজা নয় লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.