আরকে রায়হান
https://www.rkraihan.com/2022/03/bhalobashi-na-lyrics.html
Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স। তোমরা যদি এই Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স।
![]() |
Bhalobashi Na Lyrics ভালোবাসি না লিরিক্স |
Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স
ভালোবাসা না গানটি গেয়েছেন শাহনেওয়াজ চৌধুরী মিরাজ। সংগীতায়োজন করেছেন এমসে মিহাদ। ভালোবাসার গানের কথা লিখেছেন মিরাজ ও এমসে মিহাদ।
- Song : Bhalobashi Na
- Singer : Shahnewaz Chowdhury Miraz
- Lyrics & Tune : Eemce Mihad & Miraz
- Music Composer : Eemce Mihad
- Lyrical Video &Thumbnail : Abdul Kader Tuhin
Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স
তুমি আমার একটাই তুমি
কেন বুঝলে না,
মনের কথা মনেতে রয়
কেন শুনলে না।
কেন বুঝলে না,
মনের কথা মনেতে রয়
কেন শুনলে না।
এখন আমি তোমায় নিয়ে
স্বপ্ন দেখি না,
মিছে মায়ায় নিজেকে আর
আটকে রাখি না,
যন্ত্রণা তো খুঁজে বেড়াই
মিথ্যে শান্তনা।
স্বপ্ন দেখি না,
মিছে মায়ায় নিজেকে আর
আটকে রাখি না,
যন্ত্রণা তো খুঁজে বেড়াই
মিথ্যে শান্তনা।
ভালোবাসি না, ভালোবাসি না
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না
বেঁধে রাখিনা আমায়।।
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না
বেঁধে রাখিনা আমায়।।
যদি তুমি আমার হতে
বুঝতে এই আমায়,
কতটা রাত করেছি পার
তোমারই আশায়।
বুঝতে এই আমায়,
কতটা রাত করেছি পার
তোমারই আশায়।
চাপা কান্না বুকে নিয়ে
আজো হেসে যায়,
ভালো থাকার অভিনয়ে
নিজেকে পোড়ায়,
তোমার ভালো থাকার মাঝে
সুখ খুঁজে যায়।
আজো হেসে যায়,
ভালো থাকার অভিনয়ে
নিজেকে পোড়ায়,
তোমার ভালো থাকার মাঝে
সুখ খুঁজে যায়।
ভালোবাসি না, ভালোবাসি না
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না
বেঁধে রাখিনা আমায়।।
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না
বেঁধে রাখিনা আমায়।।
Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স
Tumi amar ektai tumi
Keno bujhle na
Moner kotha monete roy
Keno shunle na
Ekhon ami tomay niye
Shopno dekhi na
Miche mayay nijeke aar
Atke rakhi na
Jontrona toh khuje berai
Mitthe shantona
Valobashi na valobashi na
Valobashi na tomay
Valobashi na valobashi na
bedhe rakhi na tomay
jodi tumi amar hote
bujte ay amai
koto ta rat korechi par
tomari asai
chapa kanna buke niye
ajo hese jai
valo thakar ovinoye
nijeke porai
tomar valo thakar majhe
shuk khuje pai
Valobashi na valobashi na
Valobashi na tomay
Valobashi na valobashi na
bedhe rakhi na tomay
আর্টিকেলের শেষকথাঃ Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স
এতক্ষন জানলাম Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স টি। তোমাদের যদি এই Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Bhalobashi Na Lyrics | ভালোবাসি না লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.