Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স
হ্যালো প্রিয় বন্ধুরা আজকে দেখবো Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স। তোমরা যদি এই Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স গানটি পছন্দ করে থাকো তাহলে লিরিক্স পড়তে এসছো এখানে। যাইহোক চল দেখে নেই Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স।
Haste Dekho Lyrics হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স |
Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স
Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স গানটি আইয়ুব বাচ্চুর গাওয়া বাংলা অ্যালবাম গান। Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স বাংলায় গানের কথা লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স ফিমেল ভার্সন কভার গানটি গেয়েছেন সোমলতা অ্যান্ড দ্য এসেসের সোমলতা আচার্য্য চৌধুরী।
- গানঃ Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স
- লিড ভোকাল ও লিড গিটার: আইয়ুব বাচ্চু
- কথাঃ লতিফুল ইসলাম শিবলী
- ড্রামসঃ আহসান এলাহী ফান্টি
- কীবোর্ডঃ মানাম আহমেদ
- পারকাশন এবং বেস গিটার: খায়েম পেরু
Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর,
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,
আমার মাঝে আমি যেন শুধু লুকাই ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স
আর্টিকেলের শেষকথাঃ Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স
এতক্ষন জানলাম Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স টি। তোমাদের যদি এই Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স টি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ Haste Dekho Lyrics | হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স পড়ার জন্য।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.