Buk chin chin korche hai lyrics | বুক চিন চিন করছে হায় লিরিক্স
Buk chin chin korche hai lyrics | বুক চিন চিন করছে হায় লিরিক্স - গানটি গেয়েছেন এনড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এটি একটি ফ্যান্টাস্টিক গান। এই গানটি শুনে সবাই অনেক মজা পাবেন। আশা করি, গানটি শুনে সবাই শান্তি পাবেন। এই গানটি "অনুপম সিনেমার গান" ইউটিউব চ্যানেল প্রকাশ করে। কারো যদি বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তারা সহজেই এই ওয়েবসাইট থেকে পেতে পারেন।
![]() |
Buk chin chin korche hai lyrics বুক চিন চিন করছে হায় লিরিক্স |
Buk chin chin korche hai lyrics | বুক চিন চিন করছে হায় লিরিক্স
- Song: Buk Chin Chin Korche – বুক চিন চিন করছে
- Singer: Andrew Kishore & Doly Sayontoni
- Lyricist: Kabir Bokul
- Music: Ali Akram Shuvo
- Movie: Bastob
- Label: Anupam
Buk chin chin korche hai lyrics | বুক চিন চিন করছে হায় লিরিক্স
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (৩ বার)
আমরা দুজন দুজনার-ই
প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায় (২ বার)
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে (২ বার)
আগুনে যাব পুড়ে
রয়েছ কেন দূরে (২ বার)
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব (২ বার)
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে (২ বার)
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)
Buk Chin Chin Korche Lyrics By Andrew Kishore & Doly Sayontoni
Buk chinchin korse hay
Mon tomay kache chay (3)
Amra du-jon dujonar-e
Premer duniya
Tumi cheye dile hay
Amar kije hoye jay (2)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন
Please do not enter any spam link in the comment box.