২৯টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর
১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর

১7টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর

(ক) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? (What is the name of the oldest specimen of Bangla language?) 

উত্তর : বাংলা ভাষায় আদি নিদর্শনের নাম হলো- চর্যাপদ।

(খ) বাংলাদেশের সাংবিধানিক নাম লিখ। (Write down the constitutional name of Bangladesh.)

উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

(গ) অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Who was the first chief minister of undivided independent Bangal?) 

উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক ।

(ঘ) ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? (When the Indian Independence Act was sanctioned?) 

উত্তর : ১৯৪৭ সালের ১৮ জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণীত হয় ।

(ঙ) দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে? (Who was the initiator of the Tow Nation Theory'?)

উত্তর : দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হলেন- মুহম্মদ আলী জিন্নাহ।

(চ) পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? (When military rule was declared for the first time in Pakistan?) 

উত্তর : ১৯৫৮ সালের ৭ই অক্টোবর ।

(ছ) মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? (Who issued the Basic Democracy Ordinance?)

উত্তর : মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন আইয়ুব খান ।

L. F. O এর পূর্ণরূপ কি? (What is the elaboration of L.F.O.?)

উত্তর : L.F.O -এর পূর্ণরূপ হলো- Legal Framework Order.

(ঝ) কোন কর্মসূচি “বাঙালির ম্যাগনাকাটা” নামে পরিচিত? (Which programme is known as the Magnacarta of Bengalis?) 

উত্তর : ছয় দফা দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয় ।

(ঞ) ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? (In which university Dr. Shamsuzzoha did Serve as a professor?) 

উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।

২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? (What was the code name of the genocide of the 25th March ?) 

উত্তর : ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট।

(ঠ) শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়? (When the title 'Bangabandhu' was conferred on Sheikh Mujibur Rahman?)

উত্তর : ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে, রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

খ - বিভাগ

২। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখ । (Write down in short the origin of the name of Bangla.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

৩। ধর্মীয় সহনশীলতা বলতে কি বুঝ? (What do you mean by religious tolerance?)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

৪। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও । (Write about the economic disparity between East and West Pakistan.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

৫। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।  (Explain the importance of the Language Movement in our national life.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

৬। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর । (Discuss the background of the composition of the United Front.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

৭। সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। (Mention the characteristics of Military rule.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

৮। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল? (What were the causes of the Agartola conspiracy case.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন কর। (Evaluate the contribution of women in the Liberation War of Bangladesh.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

গ-বিভাগ

১০। বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর। (Discuss the geographical and natural features of Bangladesh.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

১১। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর ফলাফল ব্যাখ্যা কর। (Explain the rise, development and consequences of communalism during the colonial rule.) 

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

১২। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা কর। এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? (Explain the proposal of the undivided independent Bangal. Why this proposal was failed?) 

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

১৩। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ কর? (What was the main theme of the Lahore Resolution? Analyze the significance of this resolution.) 

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

১৪। ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর। (Explain the Six Point Programme of 1966.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

১৫। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা কর । (Review the causes and significance of the Mass-upsurge of 1969.) 

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

১৬। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর । (Describe the role of 'Mujibnagar Government' in the Liberation War.) 

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নিবন্ধ লিখ।(Write an essay on the Liberation War of Bangladesh.)

উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষকথাঃ ১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর

আমরা এতক্ষন জেনে নিলাম ১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর । যদি তোমাদের আজকের ১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৬ সালের প্রশ্ন ও উত্তর পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ